ভবানীপুর উপনির্বাচন নিয়ে মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। জানিয়ে দিল, আপাতত ৬ মাস শুনানির কোনও প্রয়োজন নেই।
রাজ্যের আরও কেন্দ্রে উপনির্বাচন বাকি থাকলেও শুধু ভবানীপুরেই কেন হচ্ছে, এই প্রশ্ন তুলে দুটি মামলা দায়ের হয় আদালতে। তার মধ্যে একটি মামলা খারিজ করা হয়। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি হবে ২০ সেপ্টেম্বর। এই মামলাটির শুনানি আগামীকাল করার আবেদন করা হলেও তা খারিজ করেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। তাঁর প্রশ্ন, ‘বিজ্ঞপ্তি জারির এতপরে কেন এলেন?’
রাজ্যে মোট ৫টি কেন্দ্রে উপনির্বাচন করার কথা। পাশাপাশি দু’টি কেন্দ্রে নির্বাচন করা হয়নি। এই সব কেন্দ্রগুলিতেই একসঙ্গে নির্বাচন করার কথা থাকলেও কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। মুখ্যসচিবের দাবি মেনে একটি আসনে উপনির্বাচন এবং রাজ্যের দুটি আসনে নির্বাচন করাতে সম্মত হয় কমিশন। এই ইস্যুতে দুটি পৃথক মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার এবং আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে রমাপ্রসাদ সরকারের দায়ের করা মামলার আবেদনটি খারিজ করে দেয় উচ্চ আদালত।
এর কারণ হিসেবে হাই কোর্টের প্রধান বিচারপতি বলেন, এই মামলা এখনও অপরিণত। নির্বাচন কমিশনও জানিয়েছে, এই মামলা করার কোনও এক্তিয়ারই নেই। কারণ রাজ্যের কোভিড পরিস্থিতি দেখেই ভোট ঘোষণা করা হয়েছে।