রাজ্যে ভোট-পরবর্তী হিংসায় কোচবিহারের চিলাখানায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় অবশেষে চার বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল সিবিআই. পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু’জনের নাম ঈশ্বর দাস। বাকিদের নাম মহেন্দ্র চন্দ্র ও গোবিন্দ দাস।
চিলখানার দাসপাড়ার বাসিন্দা চারজনই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। এদের শনিবার রাতে গ্রেফতার করেছে সিবিআই। রবিবার সকালে তাদের তুফানগঞ্জ আদালতে তোলা হলে সকলকেই ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক।