ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে শুরু করল তৃণমূল। বিগত কয়েকদিনে আগুন জ্বলেছে ত্রিপুরার একাধিক জায়গায়। পোড়ানো হয়েছে বামেদের একাধিক পার্টি অফিস। বাদ যায় না সংবাদমাধ্যমের অফিসও। আর সব ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে। এরপর থেকেই বাম ও তৃণমূল একজোটে আক্রমণ শানাচ্ছে বিজেপিকে। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ, সুবল ভৌমিক ও জয়া দত্ত আগরতলায় পিবি২৪ এবং প্রতিবাদী কলমের অফিস পরিদর্শন করেন। এই দুটি অফিসেই বিজেপির বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ তুলেছে তৃণমূল।
এর আগে সর্বভারতীয় তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতারা এই হামলার নিন্দা জানান। বৃহস্পতিবার সুস্মিতা দেব, চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন সর্বভারতীয় তৃণমূলের নেতা এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় মিছিলও করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব বলেছেন, ‘ভারতে একটি সংবাদ সংস্থার অফিসে এই ধরনের হামলা নজিরবিহীন। বিজেপি এবং ত্রিপুরা সরকারের এই বিষয়ে লজ্জা পাওয়া উচিত। দুষ্কৃতীদের মধ্যে অনেকেই বিজেপির পতাকা বহন করেছে, তাদের গ্রেফতার করা উচিত’।
এদিকে, এ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘এটি রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি হিংসা। যে সমস্ত সংবাদ সংস্থা তাদের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে সরকার আক্রমণ করতে পারে না – এটি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ’। এই পরিস্থিতিতে এবার আগরতলায় মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৫ সেপ্টেম্বর, বুধবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করবে তৃণমূল৷ বেলা দুটোয় মিছিল শুরু হওয়ার কথা৷