২০২২-এ বিজেপি সরকারকে উৎখাতের লক্ষ্য নিয়ে ত্রিপুরার মাটিতে শক্তি প্রদর্শনে নামছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং মিছিল করবেন ত্রিপুরায়। আর অভিষেকের নেতৃত্বে এই শক্তি প্রদর্শনের মঞ্চেই বিজেপির বিরাট ভাঙন নামতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় অভিষেকের নেতৃত্বে ওই পদযাত্রা হওয়ার কথা। ত্রিপুরা তৃণমূলের দাবি, ওই দিন অভিষেকের হাত ধরে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূল। তৃণমূলের ঝান্ডা হাতে তাঁরা অভিষেকের নেতৃত্বে হাঁটতে পারেন মিছিলে। ত্রিপুরা রাজনীতিতে আসতে পারে বিরাট পরিবর্তন।
এতদিন ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসের সামনের সারিতে ছিলেন রাজ্য সভাপতি আশিসলাল সিংহ। কিন্তু কংগ্রেস ছেড়ে সুবল ভৌমিক তৃণমূলে যোগ দিতেই তাঁকে তৃণমূলের রাজ্য সভাপতির ভূমিকা নিতে দেখা যাচ্ছে। সুবল ভৌমিক বিজেপি বিধায়কদের তৃণমূলে যোগদান প্রসঙ্গে বলেন, সম্ভাবনা তো আছেই। প্রতিদিন যেভাবে ত্রিপুরার মানুষ তৃণমূলের দিকে ঝুঁকছেন বিজেপি বুঝতে শুরু করেছে তাদের পায়ের তলার মাটি আলগা হচ্ছে।
ত্রিপুরায় তৃণমূল শক্তি বাড়াচ্ছে। কংগ্রেস ভেঙে ইতিমধ্যেই সামনের সারির বেশ কয়েকজন যোগ দিয়েছেন তৃণমূলে। সিপিএম ছেড়েও নেতা-কর্মীরা তৃণমূলের দিকে এসেছেন। বিজেপি ছেড়েও অনেকে যোগ দিয়েছেন তৃণমূলে। তবে বিজেপির বড় নেতারা এখনও কেউ ছেড়ে আসেননি। অনেক বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।