পঞ্জশির উপত্যকায় তালিবানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে মারা গিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি আমরুল্লা সালেহ’র দাদা রহুল্লা সালেহে। নৃশংস ভাবে তাঁকে হত্যা করেছে তালিবরা। কিন্তু তাতেও শান্তি হয়নি। জেহাদি বাহিনীর আরও হিংস্রতার উদাহরণ প্রকাশ্যে আনলেন রহুল্লা সালহের ভাইপো এবাদুল্লা।
সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, নৃসংশ ভাবে হত্যার পর রহুল্লা সালহে দেহ কবর দিতে দেয়নি তালিবান। তারা এতটাই ভয়ঙ্কর যে বারবার বলছিল, “ওঁর দেহ পচে যাওয়া উচিত”। ১৫ অগাস্ট কাবুল এবং ধীরে ধীরে গোটা গোটা আফগানিস্তানের দখল নিলেও, পঞ্জশির দখল করতে বেগ পেতে হয় তালিবানকে।
শোনা যায় তালিবান পঞ্জশির দখল করলে তাজিকিস্তানে পালিয়ে গিয়েছেন আহমেদ মাসুদ এবং আমরুল্লা সালেহ। যদিও তাজিকিস্তানের আফগান রাষ্ট্রদূত সেই খবর অস্বীকার করেছেন। তাঁর দাবি, পঞ্জশিরেই রয়েছেন আহমেদ মাসুদ এবং আমরুল্লা সালেহ। এখনও বুক চিতিয়ে তালিবানের মোকাবিলা করছে প্রতিরোধ বাহিনী।
নর্দান অ্যালায়েন্সের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সম্প্রতি পঞ্জশির উপত্যকা পুরোপুরি তাদের দখলে এসেছে বলে দাবি করেছে জেহাদিরা। এরপরই প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ এবং প্রাক্তন উপ-রাষ্ট্রপতি আমরুল্লা সালেহ-র খোঁজ শুরু হয়েছে।