আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। সেখানের তৃণমূলের প্রার্থী খোদ দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জুন লিখেছেন, ‘ইতিহাস তৈরি হবে ৩ অক্টোবর, ২০২১ সালে! আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয়ী হবেন। ওই দিনটির জন্য আর অপেক্ষা করতে পারছি না। প্রিয় দিদির জন্য অনেক অনেক অভিনন্দন। জয় বাংলা।’
উল্লেখ্য, পুজোতে তাঁর দলের সবাইকেই কিছু না কিছু উপহার দেন মমতা। জুনকে ও তাঁর স্বামীকেও উপহার পাঠিয়েছেন তিনি। একটি শাড়ি ও পাঞ্জাবি। সেই উপহারের ছবিও কিছুদিন আগে জুন শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার শেয়ার করলেন মমতাকে দেওয়া তাঁর শুভেচ্ছা বার্তা।