গেরুয়াশিবিরে গোষ্ঠীকোন্দল! মালদহে দলেরই সদস্যদের অনাস্থায় অপসারিত হলেন বিজেপি-র পঞ্চায়েত প্রধান। মালদহের চাঁচোল ২ নম্বর ব্লকের গৌড়খণ্ড গ্রাম পঞ্চায়েত আসনসংখ্যা ১৫। ২০১৮-র পঞ্চায়েত ভোটে ৯ আসনে জিতেছিল বিজেপি। তৃণমূল ৩, কংগ্রেস ২ ও বামেরা ১ আসন পায়। প্রধান নির্বাচিত হন বিজেপির পুষ্পা ওঁরাও। তাহলে?
তৃণমূলের সঙ্গে হাত মিলে দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন বিজেপির ৪ সদস্য। সেই অনাস্থা প্রস্তাব গৃহীতও হয়। স্রেফ প্রধানই নয়, অপসারিত হয়েছেন গৌড়খণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও। দলের চার সদস্যের বিরুদ্ধে আইনে দ্বারস্থ হবেন, জানিয়েছেন প্রধান পুষ্পা ওঁরাও।
চাঁচোল ২ নম্বর ব্লকের সহ-সভাপতি রফিকুল হোসেন পাল্টা দাবি, নিজেদের মধ্যে গন্ডগোলের কারণেই পঞ্চায়েতে অনাস্থা এনেছেন বিজেপি সদস্যরা। রাজ্যে উন্নয়নে সামিল হতে তাঁরা সকলেই তৃণমূলে যোগ দেবেন। এটাই স্বাভাবিক।