নিমতলা ঘাট স্ট্রিটের পরে ফের শহরে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ভয়াবহ আগুন জ্বলছে গার্ডেনরিচের ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার গুদামে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। এই ঘটনার ফলে বন্ধ হয়েছে তারাতলা রোড। ঘটনাস্থলে পৌঁছেছে গার্ডেনরিচ থানার পুলিশ।
শনিবার সকাল ১০টা নাগাদ গার্ডেনরিচের ময়লা ডিপোর কাছে এফসিআই-এর গুদামে আগন লাগে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেন দমকলে। গুদাম প্রায় ভস্মীভূত হয়ে গেছে বলেই খবর।
অন্যদিকে, আজ সকালেই ডানকুনির একটি ব্যাটারি কারখানায় আগুন লেগে যায়। কারখানার শ্রমিকরাই প্রথম ধোঁয়া বেরতে দেখে দমকলে খবর দেন। দমকল পৌঁছনোর আগেই আগুন ভয়াবহ চেহারা নেয়। এখনও সবটা নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
দমকল জানাচ্ছে, গুদামের ভেতরে প্রচুর পরিমাণে দাহ্যবস্তু থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। গুদামের ভেতরে বেশিরভাগ খাদ্যদ্রব্যই পুড়ে গেছে বলে জানা যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন জানা যায়নি। আগুন নেভানোর কাজ চলছে। দমকলকর্মীরা জানাচ্ছেন, আগুন এত বিধ্বংসী চেহারা নিয়েছে যে তা নেভাতে হিমশিম খেতে হচ্ছে।