একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠীকোন্দল, দোষারোপের পালা। নিত্যদিন ভাঙনও ধরছে দলে৷ দিকে দিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। এবার যেমন কৃষ্ণনগর ১ নং ব্লকের জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন।
শুক্রবার বিজেপি ছেড়ে আসা প্রায় ৩৫০ কর্মীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অঞ্চল সভাপতি দিলীপ দে। এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা নজরুল শেখ-সহ অনেকে। জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন রয়েছে। আগে বিজেপি পঞ্চায়েত বোর্ড তৈরি করলেও পরে সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে এল জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েত। কৃষ্ণনগর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কার্তিক ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই বিজেপির সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তারা উন্নয়নের জন্য এলাকায় কাজ করবেন বলে জানিয়েছেন।