মন্ত্রিত্ব যাওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। সোশ্যাল মিডিয়া পোস্টেও বারবারই বেসুরো হতে দেখা গিয়েছে তাঁকে। অবশেষে গত মাসের শুরুতেই ফেসবুকে ঘটা করে রাজনীতি ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও ভবানীপুর উপনির্বাচনের প্রচারে বিজেপির ‘তারকা প্রচারক’-এর তালিকায় নাম দেখা গিয়েছিল সেই বাবুল সুপ্রিয়ের নাম। তবে তিনি সেখানে প্রচারে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সিদ্ধান্ত বাবুল ঘনিষ্ঠ মহলে জানিয়েও দিয়েছেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, শুক্রবার বিজেপির তরফে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম ঘোষণার পর বাবুল বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা ভবানীপুরে প্রার্থী হওয়ায় আমি খুব খুশি। ওঁর জন্য গর্ববোধ হচ্ছে।’ প্রিয়ঙ্কা সম্পর্কে ‘সাহসী’, ‘যুক্তিবাদী’, ‘আত্মবিশ্বাসী’ ইত্যাদি প্রশংসাসূচক শব্দও ব্যবহার করেন বাবুল। শুধু তাই নয়। প্রিয়াঙ্কা একটা সময়ে বাবুলের আইনি উপদেষ্টা ছিলেন। তাই তাঁর প্রচারে বাবুল আসবেন বলেই ধরে নিয়েছিল পদ্মশিবির। দলের তারকা প্রচারকের তালিকায় ৮ নম্বরে রাখা হয়েছিল তাঁর নাম। কিন্তু সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাবুল বলেন, ‘আমাকে কোনও রাজনৈতিক মঞ্চে দেখা যাবে না সেটা তো আমি আগেই বলেছিলাম। দলের শীর্ষ নেতৃত্বকেও সে কথা অনেক আগে জানিয়েছি। প্রিয়াঙ্কা আর ওঁর পরিবারকেও বুঝিয়ে বলেছি।’