ট্যাক্স ফাঁকি দিয়েছে দুই ওয়েব পোর্টাল। এই অভিযোগ তুলে শুক্রবার দুপুরে দু’টি নিউজ ওয়েব সাইট ‘নিউজক্লিক’ ও ‘নিউজলন্ড্রি’-র অফিসে ‘ট্যাক্স সার্ভে’ করতে হানা দেন আয়কর দফতরের অফিসাররা। প্রায় ১২ ঘণ্টা পরে আয়কর দফতরের অফিসাররা দু’টি সংবাদ মাধ্যমের অফিস ছেড়ে বেরিয়ে যান। শনিবার নিউজলন্ড্রির অন্যতম প্রতিষ্ঠাতা অভিনন্দন শেখরি টুইট করে বলেছেন, ‘আমাকে উকিলের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। আইনত আমি উকিলের সঙ্গে কথা বলতে পারি। আইনি পরামর্শ চাইতে পারি।’ তাঁর অভিযোগ, আয়কর অফিসাররা তাঁর ফোনটি চেয়ে নিয়েছিলেন। সেখানে যা তথ্য ছিল, সব তাঁরা ডাউনলোড করেছেন। এর ফলে তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে।
শেখরি টুইটে লিখেছেন, ‘১০ সেপ্টেম্বর বেলা ১২ টা বেজে ১৫ মিনিট নাগাদ আয়কর দফতরের কয়েকজন অফিসার নিউজলন্ড্রির রেজিস্টার্ড অফিসে উপস্থিত হন। আয়কর আইনের ১৩৩ এ ধারা অনুযায়ী তাঁরা সমীক্ষা করেন। রাত ১২ টা বেজে ৪০ মিনিটে তাঁরা অফিস থেকে বেরিয়ে যান। আমাকে বলা হয়েছিল, উকিলের সঙ্গে কথা বলবেন না। আমার ফোনটিও আয়কর অফিসারদের দিয়ে দিতে হয়েছিল।’ নিউজলন্ড্রির প্রতিষ্ঠাতার দাবি, আয়কর অফিসাররা তাঁদের অফিসের প্রতিটি কম্পিউটার খুঁজে দেখেছেন সেখানে কী তথ্য আছে। তাঁর মোবাইল, ল্যাপটপ এবং অফিসের আরও কয়েকটি যন্ত্র তাঁরা খতিয়ে দেখেছেন। সেখানে রক্ষিত যাবতীয় তথ্য ডাউনলোড করেছেন।