আফগানিস্তানে তালিবান শাসন জারি হওয়ার ‘সুযোগ’ নিয়ে এই ইস্যুকে উত্তরপ্রদেশের ভোটপ্রচারে কাজে লাগাতে পারে বিজেপি। এমনই দাবি করলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। সেই সঙ্গে তাঁর দাবি, আফগানিস্তানের সরকার গঠন বিষয়ে কোনও ভূমিকা নেই কেন্দ্রের। তবু রাজনৈতিক ভাবে পরিস্থিতির ফায়দা তুলতে পারে গেরুয়া শিবির।
ঠিক কী লিখেছেন কপিল? টুইটারে প্রবীণ নেতাকে লিখতে দেখা যায়, ‘আফগানিস্তান, আফগানের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনও ভূমিকা নেই। তালিবান জমানা নিয়ে আমরা সেই নীতিই নেব, যার সাহায্যে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ফায়দা তোলা যায়। এটাই করুণ সত্যি। সংবাদমাধ্যমও এতে অংশ নিচ্ছে’।
এদিকে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বৃহস্পতিবারই জানিয়েছেন, আফগানিস্তানকে যেন কোনও ভাবেই অন্য দেশের বিরুদ্ধে জঙ্গি হামলার জন্য ব্যবহার না করা হয়। সেই সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তানের উন্নয়ন ও সেখানকার মানুষদের প্রতি সহমর্মিতা রয়েছে ভারতের। সেখানকার ৩৪টি প্রদেশে ৫০০-রও বেশি উন্নয়নমূলক ভারতীয় প্রকল্প রয়েছে। ভারত আফগানিস্থান পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান জানানোর মধ্যেই এবার বিরোধী দলের নেতা কপিল আক্রমণ করলেন বিজেপিকে।