বাংলায় এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ‘পরিযায়ী সহায়’ প্রকল্প চালু করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। করোনা কালে পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দিতেই প্রকল্পের সূচনা। প্রকল্পের অধীনে পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে, তারপর তাদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। দুর্গাপুজোর আগেই তথ্য সংগ্রহ করে পুরোদমে প্রকল্পের কাজ শুরুর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য।
জানা গিয়েছে, ‘পরিযায়ী সহায়’ প্রকল্পের আওতায় কোনও পরিযায়ী শ্রমিক বা তার পরিবারের সদস্যদের কাছে রেশন কার্ড না থাকলেও তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন রাজ্য সরকারের তরফে। এর জন্য রাজ্য সরকার রেশন কার্ড বিহীন পরিযায়ীদের কুপন দেবে। প্রতি মাসে এই কুপন দেখিয়েই রেশন দোকান থেকে বিনামূল্যে দেওয়া হবে খাদ্য সামগ্রী।
অর্থ দফতরের অনুমোদন পাওয়ার পর এই প্রকল্পের জন্য পরিযায়ীদের তথ্য সংগ্রহ করে প্রাথমিক কাজ শুরু করেছে খাদ্য ও খাদ্য সরবরাহ বিভাগ। এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের সদস্যরা প্রতি মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন। এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে শ্রম দফতর। এই পর্যবেক্ষকরা ব্লকে ব্লকে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছেন।