নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে আগুন লাগল শুক্রবার সকালে। তার পরই সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। নিমতলা ঘাট স্ট্রিটের কাঠের গুদামে প্রথম আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। তা দেখে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও।
নিমতলা ঘাট স্ট্রিটের ওই এলাকা যথেষ্ট ঘিঞ্জি। তার উপর সেখানকার রাস্তা যথেষ্ট সরু। সেই রাস্তায় ঢুকতে অসুবিধায় হচ্ছে দমকলের। এর মধ্যেই যত দ্রুত সম্ভব আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন তাঁরা।
কী কারণে সেখানে আগুন লাগল, তা এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত জানা যায়নি। ওই গুদামের কাছেই রয়েছে বস্তি। কাঠের গুদাম থেকে আগুন বস্তিতেও ছড়িয়ে পড়ছে। গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই ওই এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়।