দিল্লীর নৃশংস নির্ভয়া কাণ্ডের ছায়া এবার মুম্বইয়ে। অভিযোগ, আন্ধেরির সাকিনাকা এলাকায় ৩২ বছরের এক মহিলাকে ধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। পুলিশ সূত্র অনুযায়ী, শুক্রবার ভোরে মুম্বই পুলিশের কাছে একটি ফোন আসে। জানানো হয়, সাকিনাকার খ্যায়রানি এলাকায় রক্তাক্ত অবস্থায় এক মহিলা পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে কাছাকাছি টহলরত পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়। মহিলাকে উদ্ধার করে পাঠানো হয় রাজাওয়াড়ি হাসপাতালে।
জানা যায়, ধর্ষণের শিকার হয়েছেন ৩২ বছরের মহিলা। তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। মহিলার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই শোনা গিয়েছে। প্রসঙ্গত, সাকিনাকার এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, এই ঘটনায় আরও একাধিক দুষ্কৃতী জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই ধৃতকে একপ্রস্থ জেরা করা হয়েছে। তার কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। মহিলার শারীরিক অবস্থা একটু ঠিক হলে তাঁর বয়ান নেওয়ার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।