আগেই ভবানীপুর উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিল কমিশন। সেখানে যে এবার ফের তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথাও আগেই জানা গিয়েছিল। অবশেষে আজ, শুক্রবার গণেশ চতুর্থীর পূণ্য লগ্নে ভবানীপুরের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় বিজেপি। অন্যদিকে, কংগ্রেস হাইকমান্ড আগেই জানিয়েছে, তারা প্রার্থী দেবে না। তবে বামফ্রন্টের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সিপিএম।
আজ গণেশ চতুর্থী। দিনক্ষণ মেনে দুপুরে মনোনয়ন জমা দিতে যাবেন মমতা। করোনা-বিধি অনুযায়ী, তাঁর সঙ্গে প্রয়োজনীয় লোকেরা ছাড়া কেউ থাকবেন না। এই কেন্দ্রে এখনও দলের প্রার্থীর নাম জানাতে পারেনি বিজেপি। দলীয় সূত্রে খবর, ভবানীপুরের সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনটি নাম ইতিমধ্যেই দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্য নেতৃত্ব। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে তা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।