এবার দেশবাসীর দুঃখ ও দুর্দশা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। চিঠিতে তিনি দীর্ঘস্থায়ী বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের স্বরাজ্যে ফিরে আসা, মুদ্রাস্ফীতি, ব্যক্তিগত খরচ হ্রাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেছেন। অমিত মিত্র লিখেছেন, “দেশের মানুষ যে দুর্দশার মুখোমুখি হচ্ছে তাঁর প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সমস্যা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।”
চিঠিতে বেকারত্বের কথা তুলে বাংলার অর্থমন্ত্রী লিখেছেন, চলতি বছরের আগস্ট মাসে বেকারত্বের হার ৮.৩২% বেড়েছে। এই মূহুর্তে দেশে ৩.৬ কোটি মানুষ বেকার। যা কিনা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার অর্ধেক। তিনি আরও বলেন, কাজের অভাবে শ্রমিকরা কৃষিকাজে যেতে বাধ্য হচ্ছে। যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাশাপাশি তিনি লেখেন, ক্রমাগত মুদ্রাস্ফীতিতে মানুষের প্রকৃত আয় হ্রাস পাচ্ছে। পেট্রল- ডিজেল, রান্নার গ্যাসের অবিরত মূল্যবৃদ্ধিতে বিপদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এছাড়া অমিত লেখেন, সিএমআইই এবং আরবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী এই ব্যাপকহারে মূল্য বৃদ্ধির ফলে বিগত আগস্ট মাসে দেশের মানুষের ব্যক্তিগত খরচও হ্রাস পেয়েছিল। ব্যক্তিগত খরচ কমায় বোঝা যাচ্ছে দেশের মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। কোন বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে না কারণ তারা অদূর ভবিষ্যতে তার থেকে কোন লাভ হওয়ার সম্ভাবনা দেখছে না। উল্লেখ্য, গত মাসে ৯ই আগস্ট লেখা চিঠির কথা উল্লেখ করে অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মানুষের হাতে সরাসরি টাকা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। ঠিক যেমনটা করছে এ রাজ্যের সরকার। প্রসঙ্গত, এর আগেও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেশের অর্থনীতির নানান বিষয়ে চিঠি লিখেছেন অমিত মিত্র।