পদ্মশিবিরের লাগাতার কুৎসা ও আক্রমণ সত্ত্বেও ২০২১ এনআইআরএফ এর ক্রমতালিকায় ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। আর ষষ্ঠ স্থানে উঠে এল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশের পরে টুইট করে বলেছেন, বিজেপি বছরভর জেএনইউ এবং জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়-এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে আক্রমণ করে গিয়েছে।কুৎসা করে গিয়েছে এই প্রতিষ্ঠান দুটির শিক্ষক এবং শিক্ষার্থীদের নামে।
উল্লেখ্য, তার পরেও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এনআইআরএফ উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ শীর্ষ বাছাই তালিকা রাখল এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম। জেএনইউ এবং জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি কার্যত বিজেপি সরকার এবং নেতৃবৃন্দের গালে দু দুটি চপেটাঘাতের সমান, নিজের টুইটার হ্যান্ডেলে এমনই লিখেছেন জহর।