গরু পাচারের সঙ্গে যুক্তদের গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছিলেন বিপ্লব দেব। ‘পশ্চিমবঙ্গের একটি দল’ বলে, নাম না করে তৃণমূলকে নিশানা করেছিলেন তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এহেন হুঁশিয়ারির পর ফের সে রাজ্যে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবল যাচ্ছেনই না, ত্রিপুরার রাজধানী আগরতলায় পদযাত্রাও করবেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, ১৫ সেপ্টেম্বর দুপুর ২টোয় ত্রিপুরায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর সঙ্গে ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারেন এরাজ্যের তৃণমূলের বহু শীর্ষ নেতা। ২০২৩-এর বিধানসভা ভোটকে টার্গেট করে ত্রিপুরায় রাজনৈতিক জমি শক্ত করছে তৃণমূল। সেখানে ২১ জুলাই, খেলা হবে দিবস, রাখিবন্ধন উৎসব পালন করেছে রাজ্যের শাসক দল। ত্রিপুরায় দলীয় কার্য়ালয় তৈরি করতেও উদ্যোগ নিয়েছে তৃণমূল।
একুশের বিধানসভা ভোটে এরাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই ত্রিপুরা জয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিপ্লব দেব সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেজন্যই বারবার ত্রিপুরা ছুটে যাচ্ছেন অভিষেক।