ইঙ্গিত আগেই মিলেছিল। অবশেষে মঙ্গলবার ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যোত্ কিশোর দেববর্মন জানিয়ে দিলেন, তৃণমূলের জন্য তাঁর দলের দরজা খোলা। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপি যে ভাবে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে তাকে ভেঙে ফেলাই এখন একমাত্র লক্ষ্য।
মঙ্গলবার গুয়াহাটিতে নতুন মঞ্চ তৈরি করেছেন তিপ্রা মথা নেতা প্রদ্যোত্ এবং আসাম জাতীয় পরিষদের নেতা লুরিনজ্যোতি গগৈ। তার সূচনা অনুষ্ঠানে দুই নেতাই জানিয়েছেন, উত্তর-পূর্বে একটি দলের রাজ চলছে। সেখানে আঞ্চলিক দলগুলি সঙ্কটে। সমস্ত আঞ্চলিক দলকে এক করাই এই মঞ্চের লক্ষ্য।
সেই লক্ষ্যে তৃণমূল সম্পর্কে যে কথা বলেছেন প্রদ্যোত্ তাকে জোট বার্তা হিসেবেই দেখতে চাইছেন অনেকে। গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি তুলেছে তিপ্রা মথা। সে দাবিকে অনেকে অবাস্তব বললেও মূলত তাকে কেন্দ্র করে জনজাতি আবেগ জমাট বাঁধছে। খানিকটা পাহাড়ের গোর্খা ল্যান্ডের দাবির মতো। সে ব্যাপারে তৃণমূল কী অবস্থান নেয় সেদিকেও তাঁরা নজর রাখছেন বলে জানিয়েছেন প্রদ্যোত্।