এবার ত্রিপল চুরি মামলায় শুভেন্দু আধিকারীর ঘনিষ্ঠ হিমাংশু মান্নার বিরুদ্ধে হুলিয়া করল কাঁথি মহকুমা আদালত। কাঁথি পুরসভার গোডাউন থেকে ত্রিপল চুরির ঘটনায় নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীরও। তাঁর ভাই সৌমেন্দু অধিকারীও এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ। সেই মামলাতেই এবার শুভেন্দু ঘনিষ্ঠ হিমাংশু মান্নার বিরুদ্ধে আদালত হুলিয়া জারি করেছে। এর ফলে তাঁকে দেখা মাত্র গ্রেফতার করবে পুলিশ।
হিমাংশু মান্না অবশ্য পলাতক। দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজচে পুলিশ। কিন্তু তাঁর নাগাল পাওয়া যাচ্ছে না। তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালত জানিয়েছে হুলিয়া জারির পরেও যদি হিমাংশু ধরা না দেন, বা তাঁকে পুলিশ খুঁজে না পায়, তবে এক মাস পর তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এদিকে, ত্রিপল চুরির মামলায় একের পর এক শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের নাম উঠে আসায় মুখ পুড়েছে গেরুয়া শিবিরের।