দেশের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ই-কমার্স সংস্থা অ্যামাজনের সঙ্গে গুজরাত সরকারের একটি মউ চুক্তিতে সাক্ষর করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে৷ তাদের দাবি, আমেরিকার এই ই-কমার্স সংস্থা বাজারের প্রতিযোগীতা বিরোধী মূলক কাজ করেছে৷ অ্যামাজনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে সংস্থার গুজরাতের শিল্প ও খনি দফতরের সঙ্গে একটি চুক্তি হয়েছে৷ এর ফলে ওই রাজ্য থেকে ই-কমার্স রফতানি ও ব্যবসার কাজে গতি আরও বাড়বে৷ গুজরাতের এমএসএমই গুলিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টের গ্লোবাল ব্যবসার পথ প্রশস্থ করবে অ্যামাজন৷ এমনটাই ই-কমার্স সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে৷
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি আইন লঙ্ঘণকারী সংস্থার সঙ্গে গুজরাত সরকারের এই হাত মেলানোর ফলে গুজরাতের ব্যবসায়ীরা ছাড়াও দেশের অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের প্রতারিত হয়েছেন বলে মনে করছেন৷ সিএআইটি এই ধরণের মউ চুক্তির বিরোধীতা করছে।
অ্যামাজন ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গুজরাত সরকারের শিল্প এবং খনি বিভাগের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে৷ এর ফলে এ দেশে তৈরি জিনিস ২০০-র বেশি দেশে কোটি কোটি অ্যামাজনের গ্রাহকদের বিক্রি করা সম্ভব হবে।
আরও জানানো হয়েছে, যে অ্যামাজন আহমেদাবাদ, ভদোদরা, সুরাত এবং রাজকোটের মতো গুজরাতের শহরগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ওয়েবিনারের মতো আরও অনেক ওয়ার্কশপের ব্যবস্থা করবে৷ অ্যামাজনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের জিনিস সংস্থার ৩০ কোটি বেশি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন।