৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই কয়লা পাচার-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব নিয়ে এ বার সুর চড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দু’দিনও হয়নি অভিষেককে ডেকে ৯ ঘণ্টা জেরা করল। আবার ডেকে পাঠিয়েছে।’ বাংলার তৃণমূল সরকারকে জব্দ করতেই ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্র, ফের অভিযোগ করলেন মমতা।
ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার পর বুধবার চেতলায় প্রথম কর্মিসভা করলেন মমতা। অভিষেককে ইডি-র তলব প্রসঙ্গে ওই মঞ্চ থেকে তিনি বলেন, ‘এরা কংগ্রেস, শরদ পাওয়ারকে এজেন্সি দেখিয়ে জব্দ করেছে। অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক। তোমাকে প্রমাণ করতে হবে, তুমি চোর? কলকাতা থেকে মামলা কেন দিল্লীতে টেনে নিয়ে যাওয়া হল? নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের নাম আছে, আসল চোরের নাম নেই।’
পাশাপাশি, কর্মিসভায় মমতা বলেন, ‘শুধু আমরাই জানি, কী ভাবে আমরা ভোটে লড়েছি। একদিকে সমস্ত এজেন্সি, সব শক্তির বিরুদ্ধে লড়েছি। আমার পায়ে আঘাত লেগেছিল। তাও জব্দ করতে পারেনি। চক্রান্ত করেই আমার উপরে হামলা করা হয়েছিল। হামলা চালানোর পর প্লাস্টার নিয়েই তিন দিনেই বেরিয়ে পড়েছিলাম’।