গতবারের মতো এবারও রাজ্যের পুজোকমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছে মমতা সরকার। তা নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে গেরুয়া শিবির কমিশনে যেতেই বুধবার রাজ্য বিজেপিকে লক্ষ্য করে একের পর এক টুইট-বোমা নিক্ষেপ করল রাজ্যের শাসক দল। বিজেপি বাংলায় হিন্দুত্বের বিরোধিতা করছে। সর্বজনীন দুর্গাপুজো বানচাল করতে চাইছে। বুধবার দুপুর থেকে এই মর্মেই একের পর এক টুইট করে চলেছেন তৃণমূল নেতারা।
মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন। এরপরেই বিজেপি নির্বাচন কমিশনে লিখিত ভাবে অভিযোগ জানায়। বুধবার তৃণমূলের তরফে টুইট করে এর নিন্দা করা হয়। দলের তরফে বলা হয়, ‘হিন্দু সংস্কৃতি ও মূল্যবোধের স্বঘোষিত ধারক-বাহকরা কোনও ভাবেই হিন্দুত্বকে বোঝে না। হিন্দুদের উৎসবকে সম্মান করতেও ভুলে গিয়েছে ওরা। মা দুর্গা এবং বাংলার ঐতিহ্য সম্পর্কে তাদের শ্রদ্ধার বহর প্রকাশ হয়ে গেল!’ ওই টুইটে আরও লেখা হয়, ‘এটা চরম লজ্জার কাজ।’
এখানে না থেমে দলের তরফে নেতা-কর্মীদের ‘বিজেপি ইনসাল্ট মা দুর্গা’ হ্যাশট্যাগ দিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এর পরেই রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা-সহ কর্মীরাও বিজেপিকে তাক করে আক্রমণ শুরু করেন।বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের দুর্গাকে নিয়ে করা একটি মন্তব্যের ভিডিয়ো নিজের টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। যেখানে দিলীপ দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তৃণমূল নেতা বিধায়ক মুকুল রায় আবার টুইটে প্রশ্ন তুলেছেন, ‘হিন্দুত্বের ওপরে এই আঘাত কি মেনে নেওয়া যায়?’