উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই ফের সিবিআই তলবের মুখে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় আগামী সপ্তাহে তাঁকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। ১৩ তারিখ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা তাঁর।
আইকোর মামলায় এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেবার প্রশাসনিক কাজের চাপ থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না বলে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন। এবারের নোটিস নিয়ে তিনি এখনও কিছু জানাননি।
মার্চের ১২ তারিখ। রাজ্যের বিধানসভা ভোটের আগে তৎকালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তলব করেছিল সিবিআই। ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার কর্তা অনুকূল মাইতিকে জেরা করে একাধিক তথ্য পেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পরবর্তী সময়ে উড়িষ্যার জেলেই অনুকূল মাইতির মৃত্যু হয়। তাতে তদন্তের গতি খানিকটা শ্লথ হয়ে পড়ে। ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর এই মামলায় আরও গতি এল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।