এ যেন মগের মুলুক! বাড়ির ঠিকানায় নয়। এবার সরাসরি রাজ্য বিধানসভায় নারদ মামলায় তিন বিধায়কের নামে আদালতের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যা নিয়ে চাপানউতর শুরু হয়েছে। জানা গিয়েছে, বিধানসভার পক্ষ থেকে সমনের বিষয়ে নিজেদের ব্যাখ্যা আদালতকে জানিয়ে দেওয়া হবে।
নারদ মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের নামে সমন জারি করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। এমনকী ওই তিনজনের নামে জারি করা সেই সমন বিধানসভার মাধ্যমে তাঁদের কাছে পাঠাতে চেয়েছে আদালত। এ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিধানসভার নিয়মবিধিতে দেখেছি, এই সমন পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব নয়। আমরা তা করছিও না।’