দেহরক্ষীর রহস্যমৃত্যুর মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ রাজ্যের বিরোধী দলনেতাকে শক্তপোক্ত রক্ষাকবচ দিয়েছিল। তবে সোমবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচের বিরোধিতা করার পাশাপাশি সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা ফাইল করল রাজ্য। বুধবার সেই মামলা শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, শুভেন্দুর বিরুদ্ধে তিনটি মামলায় সোমবার স্থগিতাদেশ দেয় আদালত। প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর-সহ পাশকুঁড়া ও নন্দীগ্রামের মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়। অন্যদিকে, মানিকতলা এবং তমলুকের মামলায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। তেমন হলেও আদালতের অনুমতি নিতে হবে বলে জানান বিচারপতি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়েই খুশি হয়নি নবান্ন। তাঁদের বক্তব্য ছিল, এই নির্দেশ মানা যায় না। এতে তদন্ত বাধাপ্রাপ্ত হবে।