ভোটপরবর্তী বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করছেন কেন্দ্রীয় আধিকারিকরা। আসবাবে তালা ভেঙে জরুরি নথিও নিয়ে গিয়েছেন। এবার এমনই অভিযোগ তুলে সিবিআইয়ের বিরুদ্ধে সরব তৃণমূল। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে কোচবিহারের বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। হাইকোর্টের নির্দেশেই চলছে তাদের তদন্ত। রবিবার বিজেপি কর্মী হারাধন রায় খুনের তদন্তে দিনহাটা ১ নম্বর ব্লকের পেটলা অঞ্চলে গিয়েছিলেন তদন্তকারীরা। মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর ঘটনার পুনর্নির্মাণ করেন তাঁরা।
এরপর সোমবার আচমকাই ঘটনার মূল অভিযুক্ত দেলোয়ার হোসেন, দিলদার হোসেন, আলাউদ্দিন মিঞাসহ একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেন। অভিযুক্তদের বাড়ির মহিলাদের অভিযোগ, কোনও কথা না বলে সোজা ঘরে ঢুকে পড়েন তদন্তকারী গোয়েন্দারা। আলমারির তালা ভেঙে জিনিসপত্র তছনছ করে দেন। এরপর পরিবারের বেশ কয়েকজন সদস্যের ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে চলে যান। বাধা দিতে গেলে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। সিবিআইয়ের এমন আচরণে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ অভিযুক্তদের পরিবার।