এবার বিজেপির মণ্ডল সভাপতির থেকে ভাড়া নেওয়া বাড়িতে খোঁজ মিলল মধুচক্রের আসরের। কেবল মৌখিক অভিযোগ ওঠাই নয়, বিজেপির ওই মণ্ডল সভাপতির বাড়ি থেকে এক যুবতী সহ ৩ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই বাড়ির মালিক উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার বিজেপির চাঁদপাড়া মণ্ডল সভাপতি। পুলিশের তরফে জানা গিয়েছে, ধৃতদের নাম সমাপ্তি রায়, শুভময় মণ্ডল এবং দেবাশিস টিকাদার। ২৪ বছর বয়সী সমাপ্তি রায় শিমুলপুরের বাসিন্দা। ৩৪ বছর বয়সী শুভময় মণ্ডল হালিশহর এবং ৪৮ বছরের দেবাশিস টিকাদার দেবীপুরের বাসিন্দা। রামপুর এলাকায় বিশ্বজিৎ ঘোষের ভাড়াবাড়িতে থেকে এরা মধুচক্র চালাত বলে অভিযোগ।
স্থানীয় সূত্র অনুযায়ী, বাড়ির মালিক বিজেপির চাঁদপাড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ। তিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন। সেই ভাড়া বাড়িতেই প্রতিবেশীদের নজর এড়িয়ে মধুচক্র চলত বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ রবিবার রাতে ওই ভাড়া বাড়িতে হানা দেয়। তখনই দু’জন ব্যক্তি ও এক যুবতীকে অপ্রীতিকর অবস্থায় পাকড়াও করে পুলিশ। তদন্তে নেমে গাইঘাটা থানার পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরেই বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষের ভাড়া দেওয়া ওই বাড়িটিতে মধুচক্রের আসর চলত।
ঘটনাটি প্রকাশ্যে আসার তিনজনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। এপ্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আলোরানি সরকারের বিজেপিকে কটাক্ষ করে বলেন, “গাইঘাটায় দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছে। আজ প্রমাণ হয়েছে। বিজেপির বেশিরভাগ পদাধিকারী সোনা পাচার, হেরোইন পাচারে যুক্ত আছে। তাই যে সাধারণ কর্মীরা আগে বিজেপি করত, তাঁরা আজ তৃণমূলের ছাতার তলায় চলে আসছে।”