গোটা দেশজুড়ে যখন তালিবানরাজ চলছে, তখন আফগানিস্তানে প্রতিরোধ গড়ে তুলেছিল পঞ্জশির। ‘সিংহের উপত্যকা’ বারবারই রক্তাক্ত করেছে তালিবানকে। তাই গলার কাঁটা উপড়ে ফেলতে আরও তৎপর হয়ে উঠেছিল তারা। এবং শেষমেশ তালিবান দাবি করেছে, আফগানিস্তানের শেষ স্বাধীন প্রদেশ পঞ্জশির তাদের দখলে। যদিও প্রতিরোধ বাহিনীর এখনও পুরোপুরি ক্ষমতা দখল করতে পারেনি জেহাদিরা। প্রতিরোধ বাহিনীর প্রধান আহমেদ মাসুদ টুইটে জানালেন, ‘এখনও লড়াই জারি রয়েছে।’
টুইটে প্রতিরোধ বাহিনীর প্রধান লেখেন, ‘আশা করি আরও একবার আমরা পঞ্জশিরকে রক্ষা করতে পারব। প্রতিরোধ বাহিনীর হাতে হাজার হাজার তালিবান মারা গিয়েছে। পঞ্জশিরের দরজায় দাঁড়িয়ে তালিবান। এখনও ‘লড়াই জারি রয়েছে।’ তালিবানরা পঞ্জশির দখলের দাবি করার পরই আহমেদ মাসুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এরপর ফ্রন্টের মুখপাত্র আলি নাজারি বলেন, ‘আমার নেতা এবং ভাই আহমেদ মাসুদ সুরক্ষিত আছেন। শীঘ্রই উনি অনুগামীদের উদ্দেশ্যে উনি নিজের বক্তব্য পেশ করবেন।’