সোমবার টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁলেন যশপ্রীত বুমরার। গড়লেন নজিরও। ভারতীয় ফাস্ট বোলার হিসেবে সবথেকে কম টেস্টে ১০০ উইকেট নিলেন বুমরা। টপকে গেলেন কপিল দেবের রেকর্ড। বুমরার ১০০ উইকেট হল ২৪টি টেস্টে। কপিল এই মাইলফলকে পৌঁছেছিলেন ২৫টি টেস্টে। এই তালিকায় এরপর রয়েছেন মহম্মদ শামি এবং ইরফান পাঠান। দু’জনেরই ১০০ উইকেটে পৌঁছতে খেলতে হয়েছে ২৯টি টেস্টে।
পাশাপাশি, ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার তালিকায় রবীন্দ্র জাদেজার সঙ্গে বুমরা যুগ্ম ভাবে অষ্টম স্থানে। দ্রুততমের রেকর্ডটি রবিচন্দ্রন অশ্বিনের দখলে। তিনি ১৮টি টেস্টে ১০০ উইকেট নিয়েছেন। এই তালিকায় এরপর রয়েছেন এরাপল্লি প্রসন্ন (২০), অনিল কুম্বলে (২১), সুভাষ গুপ্তে (২২), ভাগবৎ চন্দ্রশেখর (২২), প্রজ্ঞান ওঝা (২২), বিনু মাঁকড় (২৩)।