ইয়াসের তাণ্ডবের ক্ষত সারিয়ে সবে মাথা তুলছিল দিঘা। কিন্তু ফের বিপত্তি। কৌশিকি অমাবস্যার ভরা কোটালের জেরে তুমুল জলোচ্ছ্বাস দেখল দিঘার সমুদ্র সৈকত। গার্ডওয়াল টপকে জল ঢুকল বাজার এলাকায়। মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদেরও। কলকাতায় হঠাৎ মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস। এবারের বর্ষায় ব্যাপক বৃষ্টি হচ্ছে সারা বাংলায়। উত্তর থেকে দক্ষিণ ভাসছে সব জেলা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলের গ্রামগুলিতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
তবে সমুদ্রের এই রূপ দেখতে পেয়ে খুশি পর্যটকরা। জলে নামেননি কেউ। পাড় থেকেই উপভোগ করেছেন প্রকৃতির দৃশ্য। এমন উচ্চতার সমুদ্রের ঢেউ এর আগে দেখার সুযোগ হয়নি অনেকেরই। তবে উপকূল লাগোয়া গ্রামগুলোর পরিস্থিতি ভাল নয়। জল ঢুকে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেখানে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে সমুদ্রে জলোচ্ছ্বাস শুধু নয়, বইবে ঝোড়ো হাওয়াও। মৎস্যজীবীদের সতর্ক করেছে আলিপুরের হাওয়া অফিস। সেই পূর্বাভাস সত্যি করেই এদিন দেখা গেল দিঘায় সমুদ্রের রুদ্ররূপ। এদিন ৩০ ফুট পর্যন্ত উঠেছে দিঘার সমুদ্রের ঢেউ, তেমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল থেকেই দিঘার সমুদ্র উত্তাল। কোথাও কোথাও আবার হোটেলের ভিতরেও জল ঢুকে পড়েছে বলে খবর।