ভারতে হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক। তাই প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু! এবার এমনই আজব দাবি করলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, এ দেশে ইসলাম ধর্ম এসেছিল আক্রমণকারীদের সঙ্গে। এটাই ইতিহাস। তাই বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করা।
মুম্বইয়ে ‘রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি’ শীর্ষক একটি আলোচনায় মুখ্য বক্তা ছিলেন ভাগবত। সেখানে উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হুসেনের মতো বিশিষ্ট মানুষেরা।
সেখানেই সাম্প্রদায়িক ঐক্যের ওপরে জোর দিতে গিয়ে ভাগবত বলেন, এ দেশের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক। তিনি দাবি করেন, প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। কেন তাঁর ব্যাখ্যায় ভাগবত বলেন, হিন্দু শব্দ মাতৃভূমি, আমাদের পূর্বপুরুষ ও ভারতের গৌরবময় সংস্কৃতির অঙ্গ। সেই দিক থেকে আমি সব ভারতবাসীকেই হিন্দু হিসাবে মনে করি।
সঙ্ঘ প্রধান এ-ও বলেন, হিন্দুরা কারও সঙ্গে শত্রুতা করে না। সকলের ভাল চায়। এখানে ভিন্নমতের অনাদর হয় না। তাঁর মতে, ইসলাম আক্রমণকারীদের সঙ্গে এসেছিল। একে এভাবেই দেখা উচিত।
উল্লেখ্য, অতীতেও মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে মোহন ভাগবত দাবি করেছিলেন, ভারতের হিন্দু ও মুসলমানদের ডিএনএ একই। সে সময়ে ওই মন্তব্য ঘিরে বির্তক হয়েছিল। এবার ফের তিনি মন্তব্য করেন, হিন্দু ও মুসলিমদের উৎস এক।