একাধিক জায়গায় ধস নামল ১০ নম্বর জাতীয় সড়ক। ফলত ঘোর সমস্যায় যান চলাচল। শিলিগুড়ি-সিকিম যোগাযোগ প্রায় বন্ধ। বর্তমানে একমুখী রাস্তায় গাড়িঘোড়া যাতায়াত করছে। গাড়ির দীর্ঘ লাইন। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন। প্রসঙ্গত, রবিবার মধ্যরাতে শিলিগুড়ি-সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। সেখানকার ২৯ মাইল, শ্বেতিঝরা-সহ একাধিক জায়গায় ধস নামে। ধসের ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পথ। স্তব্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। মধ্যরাতের দুর্ঘটনা হওয়ায় কোনও হতাহত হয়নি।
এরপর যুদ্ধকালীন তৎপরতায় ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে প্রশাসন। রাস্তার দু’ধারে প্রচুর যান দাঁড়িয়ে যায়। আটকে থাকা বেশ কিছু যানকে মংপু হয়ে শিলিগুড়ি দিকে বাইপাস আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। দীর্ঘক্ষণ চেষ্টার পর একদিকের রাস্তা খোলা হয়। বর্তমানে সেই পথ দিয়েই শুরু হয়েছে যান চলাচল।