প্রথমে ত্রিপুরা সফরে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর বিপ্লব রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূলের যুব নেতা-নেত্রীরা। এমনকী টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচী ঘিরেও আগরতলায় এবিভিপির ক্রোধানলের মুখে পড়তে হয়েছিল দলের নেত্রী সোলাঙ্কি সেনগুপ্তকে। এবার ত্রিপুরায় ফের তৃণমূলে সভায় দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। রবিবার বিকালে ধলাইয়ের আমবাসার ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আমবাসা যুব মোর্চার মন্ডল সভাপতি মিন্টু মালাকার সহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল।আমবাসার চন্দ্রাই ছড়ার বাসিন্দা চন্দ্র মগের বাড়িতে দলের এক ঘরোয়া সভা হয়। বিকাল পর্যন্ত চলে সভা। তৃণমূলের দাবি, দলীয় সভা শেষে হওয়ার সময় যুব মোর্চার মন্ডল সভাপতি মিন্টু মালাকারের নেতৃত্বে বাইক বাহিনী হাজির হয় তৃণমূলের ঘরোয়া সভার সামনে।তখনই সামনে দাঁড়িয়ে থাকা বিনোদ দেবনাথের উপর বাইক বাহিনী হামলা করে। বিনোদের চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে তৃণমূলের অন্যান্য কর্মী-সমর্থকরা এবং পাল্টা বাধা দেয়। বিজেপির বাইক বাহিনী পালিয়ে যায়।
এই ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে আমবাসা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা রয়েছে আমবাসা এলাকায়। গতকাল রাতেই আহত বিনোদ দেবনাথের বাড়িতে যান তৃণমূলের নেতা আশীষ লাল সিংহ। ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও। ফোনে বিনোদ দেবনাথের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। স্থানীয় তৃণমূল নেতা আশীষ লাল সিংহ জানিয়েছেন, তৃণমূল মুখ বুজে এই হামলা মেনে নেবে না। তৃণমূল কর্মী-সমর্থকরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে।