দিল্লীতে ইডি দফতরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা কাণ্ডে তদন্তের স্বার্থে তাঁকে দিল্লীতে তলব করা হয়। সেই তলবের জবাবেই রবিবার দিল্লী পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার নির্ধারিত সময়ই ইডি দফতরে হাজিরা দিলেন তিনি। ইডি-র মুখোমুখি হওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে অভিষেক বলেন, ‘যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।’
রবিবারই বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলে গিয়েছেন, ‘আমার পিছনে ইডি-সিবিআই লাগানোর প্রয়োজন নেই। ১০ পয়সার দুর্নীতিও যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুক। আমি মৃত্যুবরণ করতে রাজি।’ এদিন ইডি দফতরে প্রবেশ করার আগে অভিষেক বললেন, ‘আমাকে ৬ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছিল। যে কোনও রকমের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তদন্তকারী সংস্থা হিসেবে তদন্ত করছে। একজন নাগরিক হিসেবে আমি সহযোগিতা করব’।
এই কাণ্ডের তদন্তে অভিষেকের স্ত্রী রুজিরা নরুলাকেও দিল্লীতে তলব করেছিল ইডি। কিন্তু ছোট সন্তানদের ছেড়ে তাঁর পক্ষে দিল্লী যাওয়া এখনই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন রুজিরাদেবী। তিনি আবেদন জানান, কলকাতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করুক কেন্দ্রীয় সংস্থা। রুজিরাকে কীভাবে ইডি জেরা করবে, তা এখনও অজানা। তবে কয়লা কেলেঙ্কারির তদন্তে ইডিকে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেরদিনই দিল্লী পৌঁছে গিয়েছিলেন। অভিষেকের এই পদক্ষেপ নিয়ে দলের মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, ‘বুক চিতিয়ে ইডি দফতরে যাওয়াকে বাঘ বলে’।