আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করতে বসেছিল স্কুল সার্ভিস কমিশন। তারপর পাঁচ হাজারেরও বেশি প্রার্থীর অভিযোগের সারবত্তা পেল না তারা। এসএসসির সচিব ছাড়াও স্কুলশিক্ষা দপ্তরের ছ’জন সচিব পর্যায়ের আধিকারিক বিভিন্ন দফায় ব্যক্তিগতভাবে অভিযোগকারীদের সঙ্গে বসেন। কমিশন সূত্রে খবর, প্রায় ১৩ থেকে ১৫ হাজার প্রার্থী অভিযোগ জানিয়েছেন ৩১শে জুলাই পর্যন্ত। তার মধ্যে থেকেই পাঁচ হাজার প্রার্থীর শুনানি শেষ করেছে এসএসসি।
২৮শে সেপ্টেম্বর পর্যন্ত ১০,৪২৯ জন প্রার্থীর শুনানি শেষ করবে তারা। ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি চলবে ৩,৮৩১ জন প্রার্থীর। বাকিটা শেষ হয়ে যাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। এই দফায় চলছে ৩,৪৮৩ জন প্রার্থীর শুনানির কাজ। কমিশন সূত্রে অনুযায়ী, প্রথম (২১১০), দ্বিতীয় (১০০৫) এবং তৃতীয় (এখনও পর্যন্ত প্রায় দু’হাজার) দফা মিলিয়ে পাঁচ হাজার শুনানি শেষ হয়েছে। তাঁদের কারও প্রশিক্ষণ নেই। আবার একটা বড় অংশের প্রার্থীই ন্যূনতম কাট অফ মার্কস পেতে ব্যর্থ হয়েছেন। তাই, তাঁদের বিষয়টি আদালতের কাছে পেশ করা হলে, বিচারপতি সেই অভিযোগ নস্যাৎ করে দেবেন বলেই এসএসসির আশা।