আসন্ন উপনির্বাচনে ভবানীপুর ও বাকি দু’টি কেন্দ্রের নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। প্রত্যাশামতোই ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী হচ্ছেন যথাক্রমে জাকির হোসেন ও আমিরুল ইসলাম।
গত ৫ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। সাংবিধানিক শর্ত মেনে তাঁকে ৬ মাসের মধ্যে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে। তৃণমূল নেতৃত্ব ঠিক করে, ভবানীপুরে প্রার্থী হবেন মমতা। সেইমতো বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায়। ফলে তখনই স্পষ্ট হয়ে যায় ভবানীপুরেই দাঁড়াতে চলেছেন তৃণমূল নেত্রী। ভবানীপুরে উপুর্যপরি দু’বার বিধায়ক ছিলেন মমতা।
অন্যদিকে প্রার্থীদের মৃত্যুর কারণে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচন স্থগিত করে কমিশন। পরে করোনা পরিস্থিতির কারণে আর নির্বাচন হয়নি। সেখানে প্রার্থী একই রাখল তৃণমূল নেতৃত্ব।