জল্পনার অবসান। রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। সেগুলি হল ভবানীপুর, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ। কমিশন জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর এই তিন কেন্দ্রের উপনির্বাচন হবে। ফল ঘোষণা ৩ অক্টোবর।
হিসেব মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নভেম্বরের মধ্যেই যে কোনও একটি কেন্দ্র থেকে জয়ী হতে হবে। তাই বারবার সেপ্টেম্বরেই ভোট করার দাবি জানিয়ে আসছিল তৃণমূল। অবশেষে সেপ্টেম্বরের শেষেই ভোট হবে বলে জানাল কমিশন। ভবানীপুরের পাশাপাশি সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও ভোট হবে ওই দিন। তবে বাকি কেন্দ্রগুলির উপ নির্বাচনের দিন এখনও ঘোষণা করা হয়নি। এই তিন কেন্দ্রে গণনা হবে ৩ অক্টোবর।
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। তার পরের দিনই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীকেও কেড়ে নিয়েছিল মারণ ভাইরাস। যার জেরে ভোটগ্রহণ বন্ধ হয়ে গিয়েছিল ওই দুটি আসনে। তারপরে ১৯ এপ্রিল জানানো হয়েছিল জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোট হবে ১৩ মে। পরে জানানো হয় ১৬ মে ভোটগ্রহণের কথা। কিন্তু করোনা পরিস্থিতির জেরে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। এদিন এই দুটি কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন।