তিনি খড়দহের প্রাক্তন বিধায়ক৷ তবে শারীরিক কারণে এবারের ভোটে আর প্রার্থী হননি অর্থমন্ত্রী অমিত মিত্র। যদিও মন্ত্রিসভার সদস্য হিসেবে ভার্চুয়ালি শপথ নিয়েছিলেন। কিন্তু নিয়মানুযায়ী অর্থমন্ত্রী পদে থাকতে হলে তাঁকেও ছ’মাসের মধ্যে ভোটে জিততে হবে। তাই বহুদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে উপনির্বাচনে কোথায় প্রার্থী হবেন তিনি? শনিবার দুপুরে তিন কেন্দ্রের ভোটের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভবানীপুরের উপনির্বাচন ও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের সাধারণ নির্বাচন। ফলে কৌতূহল তৈরি হয়েছে, অমিত মিত্র কি মুর্শিদাবাদের এই দুই আসনের কোনও একটি থেকে প্রার্থী হবেন?
প্রসঙ্গত, অমিত মিত্রের ছ’মাস মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। নির্বাচন কমিশন এদিন জানিয়েছে ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ হবে ৩০ সেপ্টেম্বর। গণনা হবে ৩ অক্টোবর। তারপরেই পুজো শুরু হয়ে যাবে। একেবারে ভাইফোঁটা পর্যন্ত চলবে ছুটির মরশুম। সেই সময়ে ভোট হওয়া সম্ভব নয় বলেই মত অনেকের। তাহলে অমিত মিত্রর কী হবে? অনেকের মতে, অমিত মিত্রকে যদি অর্থমন্ত্রী পদে থাকতে হয় তাহলে মুর্শিদাবাদের কোনও একটি আসনেই প্রার্থী হয়ে জিততে হবে। নইলে তাঁর বদলে অন্য কাউকে অর্থমন্ত্রকের দায়িত্ব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।