একুশের ভোটযুদ্ধে তৃণমূলের মাস্টারস্ট্রোক ছিল ‘দিদিকে বলো’। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ থেকে আবেদন জানানোর এই কর্মসূচীর সুফল ভোটবাক্সে হাতেনাতে পেয়েছে বাংলার শাসক দল। এবার মমতার সেই ‘দিদিকে বলো’র ‘নকল’ করে ত্রিপুরাতেও চালু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী হেল্পলাইন’। ঠিক যেভাবে ‘দিদিকে বলো’র নম্বরে ফোন করে সাধারণ নাগরিকরা বিভিন্ন সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে জানাতে পারতেন, সেভাবেই ত্রিপুরাতেও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করে নাগরিকরা নিজেদের সমস্যা, অভাব-অভিযোগ জানাতে পারবেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এবার থেকে সিএম হেল্পলাইন ১৯০৫-এ ফোন করলেই নাগরিকরা সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। ৬ সেপ্টেম্বর থেকে নতুন এই হেল্পলাইন নম্বর চালু হয়ে যাবে ত্রিপুরায়। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওএসডি সঞ্জয় মিশ্র জানিয়েছেন, জনগণের সমস্যার খুব দ্রুত সমাধানের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে তৃণমূলের উত্থানের আবহে বিপ্লব দেবের এই পদক্ষেপ রীতিমতো তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনে পরপর ‘দিদিকে বলো’ কর্মসূচী চালু করেন মুখ্যমন্ত্রী মমতা। একুশের বিধানসভা নির্বাচনে যা তৃণমূলের জন্য রীতিমতো ‘গেমচেঞ্জার’ হয়ে দাঁড়ায়। এই কর্মসূচীর জেরে দলের নিষ্ক্রিয় কর্মীরা যেমন সক্রিয় হয়ে উঠেছিলেন, তেমনি সরকারের ভাবমূর্তিও উজ্বল হয়েছে। তা দেখেই এবার বিপ্লব দেবও মমতার পন্থা অবলম্বন করলেন। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বক্তব্য, ত্রিপুরায় বিজেপি জনভিত্তি হারিয়েছে। তাই বাংলার বিভিন্ন প্রকল্প অনুকরণ করে প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছে।