দীর্ঘ কুড়ি বছর পর ফের আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। আর তার জেরেই প্রাণভয়ে দেশ ছেড়েছেন বহু মানুষ। তেমনই দুর্ভাগা ঘরছাড়া আবদুল খান। দেশে ছোটখাটো ব্যবসা করতেন এই আফগান। তবে আফগানিস্তানে তালিবান রাজ শুরুর পরই সেখান থেকে পালিয়ে আসামে চলে এসেছেন তিনি। কিন্তু শান্তি নেই। কারণ পরিবারের আর কারও কোনও হদিশ নেই তাঁর কাছে। সকলে হারিয়ে গিয়েছে।
আবদুল জানিয়েছেন, তালিবান সন্ত্রাসে বিভ্রান্ত হয়ে হুড়মুড়িয়ে দেশ ছেড়েছিলেন তাঁরা। তাঁর বউ ছেলে মেয়েদের তাজিকিস্তানের দিকে পাঠিয়ে দিতে হয়েছিল। আর আবদুল নিজে এসে পড়েছেন ভারতের পূর্ব প্রান্তে। তারপর থেকেই বাড়ির কারও সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। আসামের রাস্তায় অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভবিষ্যৎ অনিশ্চিত।
প্রায় কুড়ি দিন হতে চলল ভারতে পা রেখেছেন আবদুল। এখানকার মানুষদের প্রতি তিনি কৃতজ্ঞ। কিন্তু নিজের লোকেদের সঙ্গে আর কি কখনও দেখা করতে পারবেন তিনি? সেই প্রশ্ন নিয়েই হন্যে হয়ে ঘুরছেন আফগান ব্যবসায়ী। তাঁর খবর পেয়ে সেখানে গেছেন আসামের পুলিশ। আপাতত পুলিশের তত্ত্বাবধানেই থাকবেন আবদুল খান। আর দেশে ফেরার কোনও বাসনা নেই বলেই জানিয়েছেন তিনি।