একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বৃদ্ধির চেষ্টা। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে ২০২৩ সালে। আর সেই ভোটকে ‘পাখির চোখ’ করেই বিপ্লব দেবের রাজ্যে সংগঠন তৈরি এবং প্রসারে নজর দিয়েছে দল। আর এই ‘মিশনে’ প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেবকেই ত্রিপুরায় তুরুপের তাস বলে মনে করছে তাতে।
গতকাল ত্রিপুরা পৌঁছনোর পর এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন সুস্মিতা। সেখানেই তিনি স্লোগান তোলেন, ‘জিতবে ত্রিপুরা।’ বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ২০১৮ সাল থেকে শাসক দল তাদের একটিও প্রতিশ্রুতি রাখতে পারেনি। তিনি আরও বলেন, ‘যদিও সাধারণ মানুষ শেষ কথা বলবে, দেবীর আশীর্বাদে, আমরা রাজ্য এবং জনগণের উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি বিশ্বাস করি তৃণমূল এখানে আরও শক্তিশালী হবে।’ অন্যদিকে, আসাম নিয়ে সুস্মিতা বলেন, ‘আসামে একটি অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতি রয়েছে। মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছেন। যদিও আসামের জন্য আমাদের পরিকল্পনা আছে। কিন্তু এই মুহূর্তে আমরা ত্রিপুরায় মনোনিবেশ করতে চাই।’