ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ওয়েন রুনি ছিলেন একসময় রেড ডেভিলস দলের অন্যতম দাপুটে জুটি। আর এ বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুবদলের হয়ে দুই মহাতারকার পুত্র জুটি বাঁধতে চলেছে। হ্যাঁ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-১২ দলের হয়ে খেলবে রোনাল্ডোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। যে দলে গত বছরই যোগ দিয়েছিল রুনির পুত্র কাই রুনি। ফলে ক্রিশ্চিয়ানো জুনিয়র আর কাই রুনি একে অপরের সতীর্থ হতে চলেছে।
সিআর সেভেন বহুবার জানিয়েছেন যে তাঁর একটাই স্বপ্ন যাতে ক্রিশ্চিয়ানো জুনিয়রও পেশাদার ফুটবলার হয়। রোনাল্ডো একবার বলেছিলেন, “ক্রিশ্চিয়ানো জুনিয়র ফুটবল খেলাটাকে ভালবাসে। ও আমার মতোই খুবই কম্পিটিটিভ। আমি চাই ক্রিশ্চিয়ানো জুনিয়রও ফুটবলার হোক।” রোনাল্ডো জুভেন্তাসে থাকাকালীন সেই ক্লাবের অনূর্ধ্ব-১২ দলের হয়ে খেলেছে ক্রিশ্চিয়ানো জুনিয়র।
পাশাপাশি কাই রুনি আবার কয়েকটা দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে ম্যান ইউনাইটেডের অনূর্ধ্ব-১২ দলের হয়ে। একটা ম্যাচে আবার হ্যাটট্রিকও করে কাই। কাই ও ক্রিশ্চিয়ানো জুনিয়রের জুটি ম্যান ইউনাইটেডের অনূর্ধ্ব ১২ দলকে অনেক সাফল্য এনে দেবে, এমনটাই আশা ম্যান ইউনাইটেড ভক্তদের।
বুধবার ইউরোপিয়ান কোয়ালিফায়ারে রোনাল্ডোর জোড়া গোলে ভর করেই আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচের শুরুটা অবশ্য রোনাল্ডো বা পর্তুগাল কারও জন্যই ভাল হয়নি। প্রথমার্ধে সেভাবে জ্বলে উঠতে পারেনি পর্তুগাল। উপরন্তু পেনাল্টি মিস করেন খোদ রোনাল্ডো। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে এসে নিজের মাথার জাদুতে বাজিমাত করেন ক্রিশ্চিয়ানো। ম্যাচের ৮৯ মিনিটে দুর্দান্ত হেডারে গোল করে সমতা ফেরান রোনাল্ডো।
দ্বিতীয় গোলটি তিনি করেন খেলা শেষের বাঁশি বাজার ঠিক আগে ৯৬তম মিনিটে। পর্তুগালের জার্সিতে ১৮০ ম্যাচে রোনাল্ডোর গোলসংখ্যা ১১১। চিরপ্রতিদ্বন্দ্বী মেসি এখনও অনেক পিছিয়ে। আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যার নিরিখে প্রথম দশেও নেই লিও। আর্জেন্টিনার জার্সি গায়ে ১৫১ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৭৬।