রাজ্যে প্রায় ১২৫০ কোটি টাকা লগ্নি করছে ধানসেরি গোষ্ঠী। পেট্রোকেমিক্যাল, চা ও অন্যান্য ব্যবসার পাশাপাশি এই নতুন ব্যবসা মিলিয়ে সার্বিক ভাবে ২০২৫-২৬ সালের মধ্যে ১০,০০০ কোটি টাকার ব্যবসার লক্ষ্যমাত্রা ঠিক করেছে তারা। এতে প্রায় দেড় হাজার কর্মসংস্থান হবে বলে জানা গেছে।
ধানসেরি গোষ্ঠীর এগজিকিউটিভ চেয়ারম্যান তথা প্রোমোটার চন্দ্রকুমার ধানুকা জানান, প্রথম পর্যায়ে পানাগড়ের কারখানায় ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করছেন তাঁরা। ২০২৩ সালের মার্চের মধ্যে প্রথম পর্যায়ের বাণিজ্যিক উৎপাদন চালু হবে। ২০২৪-২৫ সালে দ্বিতীয় এবং ২০২৫-২৬ সালে শুরু হবে শেষ পর্যায়ের উৎপাদন।
এর ফলে প্রত্যক্ষ ভাবে ৫০০ এবং পরোক্ষে ১০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে তাঁদের দাবি। ২০০ জনের কাজের সুযোগ মিলবে প্রথম পর্যায়েই। কারখানাটি তৈরি হয়ে গেলে বছরে ব্যবসার অঙ্ক ১৫০০ কোটি টাকায় নিয়ে যাওয়াল লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ধানুকা জানান, গেল-এর পাইপলাইনের মাধ্যমে রাজ্যে প্রাকৃতিক গ্যাস সরবরাহ চালু হলে কয়লার পাশাপাশি, জ্বালানি হিসেবে সেই গ্যাস ব্যবহারের ব্যবস্থাও রাখা হচ্ছে কারখানায়। ধানুকা জানান, অদূর ভবিষ্যতে কারখানার উৎপাদিত পণ্যের ২০%-২৫% রফতানিও করতে চায় ধানসেরি গোষ্ঠী।