বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকর। প্রায় প্রতিদিনই পালা করে রাজ্যের তৃণমূল সরকারের নিন্দায় সরব হন তিনি। সেই ধারা তিনি অব্যাহত রাখলেন পুলিশ দিবসেও। এদিন রীতিমতো টুইট করে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন ধনকর। বুধবার টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাম না করে রাজ্য পুলিশকে কটাক্ষ করেন তিনি। অবশ্য তৎক্ষণাৎ পানাগড় থেকে তার পালটা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন টুইটারে রাজ্যপাল লেখেন, ‘আশা করি, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে। মানবাধিকার যোদ্ধার কাজ করবে। পুলিশের রাজনীতিকরণ হলে গণতন্ত্রের বিপদ।’ ধনকরের এই মন্তব্যই বিতর্কের সৃষ্টি করেছে। কারণ একই ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনিও বলেছেন, পুলিশে যোগ দেওয়ার সময় যে শপথবাক্য পাঠ করেছিলেন তা ভুলে যাবেন না। সেই অনুযায়ী কাজ করুন।
পুলিশকে যখন তাঁরা কাঠগড়ায় তুলতে ব্যস্ত তখন পানাগড়ের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপালের টুইটের পালটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশকে কুর্নিশ। অনেকেই দেখলাম টুইটে ব্যঙ্গ করছে। তাঁদের বলব, হাজারটা কাজ করলে দু’একটা ভুলভ্রান্তি হতেই পারে।’ রাজ্যপালের এই মন্তব্যের নিন্দা করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তিনি বলেন, ‘রাজ্যপাল যা বলেছেন সেখানে যদি পুলিশের পাশাপাশি সিবিআই, ইডিকেও জুড়ে দেন, তবে কিছু বলার নেই। ওনাকে পরামর্শ দেব টুইটটি এডিট করার, তাহলেই ওনার নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে।’