দেশজুড়ে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানির মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাজেহাল আমজনতা। তাদের পাশে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করলেন তিনি। পাশাপাশি লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। মাস পয়লায় একলাফে অনেকটাই বেড়েছে রান্নার গ্যাসের দাম। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় সরব হন মুখ্যমন্ত্রী। লেখেন, “কেন্দ্রের জনবিরোধী নীতি এবং সাধারণ মানুষের প্রতি তাঁদের উদাসীনতা খুবই কষ্টদায়ক। চড়চড়িয়ে বাড়ছে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস এবং রান্নার তেলের দাম। যা মধ্যবিত্ত পরিবারগুলির উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এটা মেনে নেওয়া যায় না। ক্ষমার অযোগ্য এটা। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব, যাতে জনস্বার্থে তিনি দ্রুত ব্যবস্থা নেন। এবং জ্বালানির দাম এখনি কমান।” সঙ্গে একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। যেখানে লেখা, “শেম অন বিজেপি গভরনমেন্ট”। ভোগান্তি বাড়িয়ে ফের বেড়েছে রান্নার গ্যাসের দাম। পনেরো দিনের মাথায় মূল্যবৃদ্ধি পেয়েছে আরও ২৫ টাকা বুধবার থেকে কলকাতায় ১৪.২ কেজি ভরতুকিবিহীন রান্নার গ্যাস কিনতে খরচ হবে ৯১১ টাকা। এর আগে গত ১৭ই আগস্ট রান্নার গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা। সেই সময় সিলিন্ডার পিছু দাম বেড়ে দাঁড়িয়েছিল ৮৬১ টাকা। গত ডিসেম্বর থেকে রান্নার গ্যাসের দাম বাড়ল মোট ২৯০.৫০ টাকা। তার ফলে মাথায় হাত জনগণের। হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত গ্যাসের দাম বেড়েছে ৭৩.৫০ টাকা। তার ফলে বাণিজ্যিক সিলিন্ডার কিনতে গেলে খরচ করতে হবে ১৭৭০.৫০ টাকা।