দেশজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। উত্তরপ্রদেশের তারই মধ্যে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গুর মতো জ্বর। ফিরোজাবাদে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪। যার মধ্যে শিশুর সংখ্যাই সর্বাধিক। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। মাত্র ১২ দিনের ব্যবধানেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন।
স্বাভাবিকভাবেই আঙুল উঠছে উত্তরপ্রদেশের বিজেপিশাসিত সরকারের দিকে। সে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা করোনাকালেই প্রকাশ্যে এসেছিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়েই রোগীদের মৃত্যু কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে ডেঙ্গুর কারণেই জ্বরে ভুগছেন রোগীরা। আর তা থেকেই মৃত্যু। সোমবার ফিরোজাবাদের রোগীদের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।