ফের সংশয়ের মুখে জনগণের বাকস্বাধীনতা। সোশ্যাল মিডিয়ার পর এবার ডিজিটাল মিডিয়াতেও রাশ টানতে উদ্যোগী কেন্দ্র। সরকার মনে করছে, ডিজিটাল সংবাদমাধ্যমে প্রকাশ করা বিভ্রান্তিকর খবর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু এ সংক্রান্ত কোনও আইন না থাকায় ব্যবস্থা নেওয়া যায়নি। ডিজিটাল মিডিয়ায় রাশ টানতে নতুন আইন আনা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, ২০২১ সালে যে সোশ্যাল মিডিয়া আইন আনা হয়েছে ডিজিটাল সংবাদমাধ্যমগুলি তার আওতায় আসে না। কারণ, মিডিয়ার ক্ষেত্রে এই আইন কার্যকর করলে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হত। তাই কেন্দ্র চাইছে এমন এক আইন আনতে যাতে সংবাদমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগও উঠবে না। আবার ডিজিটাল মিডিয়ার উপর নজরদারিও চালানো যাবে। যথারীতি এ নিয়ে কটাক্ষ ও সমালোচনাও শুরু হয়েছে নেটদুনিয়ায়।
উল্লেখ্য, বহু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, এই ধরনের আইটি আইন এলে তা ঘুরপথে সংবাদমাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করবে। যা সংবিধানের ১৪ নম্বর এবং ১৯(১)(এ) ধারার বিরোধী। তাছাড়া কেউ অভিযোগ করলে তো সরকারের কাছে কোনও খবর মুছে দেওয়া, ব্লক করে দেওয়া বা ক্ষমা চাওয়ানোর রাস্তা আছেই। প্রসঙ্গত, টেলিভিশন, এবং সংবাদপত্রের থেকে এখন অনেক পাঠকই ভরসা করছেন সহজলভ্য ডিজিটাল মিডিয়ায়। আর সেখানেই মাথাব্যথা বেড়েছে কেন্দ্রের।