কোভিড পরিস্থিতির জন্য গত দুবছর ধরে অনুষ্ঠিত করা যায়নি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন তথা বিজিবিএস। বুধবার পানাগড়ের সরকারি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন সামনের বছর ফের বিশ্ববাংলা গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হবে।
আগামী বছর মার্চ মাসে এই শিল্প সম্মেলন করার জন্য সম্ভাব্য সময় বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন বক্তৃতার মাঝেই প্রাক্তন মুখ্যসচিব তথা ডব্লিউবিআইডিসি-র চেয়ারম্যান রাজীব সিনহার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “রাজীব তুমি বিজিবিএসটা এবার দেখো। প্যান্ডেমিকের জন্য আমরা দুবছর করতে পারিনি। সামনের মার্চে আমরা আবার সেটা করব।”
তবে মুখ্যমন্ত্রী এদিন বিজিবিএসের সাফল্যও তুলে ধরেন। বুধবার পানাগড়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফোকাসই ছিল শিল্প। তিনি জানিয়েছেন, গত ১০ বছরে এক লক্ষ কোটি টাকা বিনয়োগ এসেছে বাংলায়। বিজিবিএস –এর মাধ্যমে ১৩ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছে।